চুয়াডাঙ্গা সরকারি কলেজের উদ্যোগে দিনব্যাপি পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার কলেজ চত্বরে উৎসব শুরু হয় সকাল ১১টায়। চলে দিনব্যাপি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
পিঠা উৎসবে ১৫টি স্টল ছিল। এসব স্টলে ছিল বিভিন্ন প্রকারের পিঠা। কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাদের তৈরি পিঠা নিয়ে এ উৎসবে স্টল দেয়। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ছাড়াও সর্ব সাধারণের জন্য উন্মুক্ত ছিল পিঠা উৎসব।
উৎসবে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরি, কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান প্রমুখ। সকাল থেকে বিকেল পর্যন্ত চলে উৎসব। অংশ নেওয়া স্টলের মধ্যে প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয় এবং পুরস্কৃত করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ