রাঙামাটিতে বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। আজ শনিবার দুপুরে শহরের বনরূপা ফরেস্ট কলনী সড়ক এলাকার কবরস্থানের সামনে থেকে প্রায় ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাঙামাটি শহরের বনরূপা এলাকায় ফরেস্ট কলনী সড়কের কবরস্থানের সামনে কিছু অসাধু ব্যবসায়ী ফুটপাত দখল করে বিভিন্ন দোকানঘর স্থাপন করে। এ দোকানে রাতদিন চলে বিভিন্ন শ্রেনীর মানুষের আড্ডা। এতে কবরস্থনে যেমন পবিত্রতা নষ্ট হচ্ছিল, তেমনি সড়কে বিভিন্ন অবৈধস্থাপনের কারণে পথচারীদেরও মারাত্মক বিপাকে পড়তে হতো। তাই দীর্ঘদিন ধরে স্থানীয়রা দাবি জানিয়ে আসছিল এ অবৈধস্থাপনা উচ্ছেদের।
এ ব্যাপারে রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ জানান, দীর্ঘদিন ধরে এই ফরেস্ট সড়কের দুই পাশে অস্থায়ীভাবে বসা অবৈধ দখলকারীদের জন্য এই রোডে জনসাধারণের চলাচল ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। আর ফরেষ্ট কলোনী এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এই ফরেস্ট সড়কটি দখল ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ও ফুটপাত দখলমুক্ত করতে রাঙামাটি জেলা প্রশাসনের এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। আর আমাদের এই অভিযান নিয়মিত জনগণের দূর্ভোগ কমাতে অব্যাহত থাকবে।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে উচ্ছেদকৃত জায়গায় আমরা দৃষ্টিনন্দন ও শোভা বন্ধন হিসেবে গড়ে তুলবো। যাতে করে এই সড়ককে চলাচলরত এলাকার মানুষ নিবিঘ্নে চলাচল করতে পারে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ