নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ দাদন বেপারী (৩৪) নামের এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় দু’টি দেশীয় অস্ত্র, ছিনতাইকৃত নগদ ৭ হাজার ২০০ টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শুক্রবার দিবাগত রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকা থেকে এ ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও পুলিশ ছিনতাইয়ের কাজে ব্যবহার করা প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ-২৩-১৭০৩) জব্দ করে। জব্দকৃত প্রাইভেটকারটি ব্যবহার করে এই ছিনতাইকারী চক্রটি দীর্ঘদিন যাবৎ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ছিনতাইসহ নানা অপরাধ মূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুল ফারুক জানান, এই ছিনতাইকারী চক্রটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ছিনতাইসহ নানা অপরাধ মূলক কর্মকাণ্ড করে আসছিল। শুক্রবার রাতে ফিরোজা বেগম নামে এক নারী বাস থেকে নেমে বাসায় যাচ্ছিল। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহার করা প্রাইভেটকারটি দিয়ে কয়েকজন ছিনতাইকারী ঐ নারীর গলায় চাকু দিয়ে ভয়ভীতি দিয়ে পার্সটি ছিনিয়ে নিয়ে যায়। এসময় ঐ নারী চিৎকারে আশেপাশের লোকজনের সহায়তায় টহল পুলিশ ধাওয়া করে দাদন বেপারী নামের ছিনতাইকারীকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামি দাদন বেপারী মাদারীপুর জেলার কতোয়ালী থানার সাংবলার চর বেপারীপাড়া এলাকার মোঃ হালিম বেপারীর ছেলে। এঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ