হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাকুড়িয়া গ্রামের ছোবহান আক্কেপ, তার বয়স ১২৫ বছর। তিনি এখনো বয়স্ক ভাতার কার্ড পাননি বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘কত জনরে ভোট দিলাম, আর কত চেয়ারম্যান-মেম্বারের কাছে গেলাম কেউ একটা বয়স্ক ভাতার কার্ড দিল না। তারা বলে কার্ড আর নাই। সামনের বছর দেখা যাবে।’
১২৫ বছর হলেও আব্দুল ছোবহান মিয়ার ভাগ্যে এখনো জোটেনি বয়স্ক ভাতার কার্ড। ছোবহান আক্কেপ আক্ষেপ নিয়ে বলেন, আমার জীবনে কি আর আমি বয়স্ক ভাতা পাব না? তিনি জীবনের শেষ সময়ে জনপ্রতিনিধিদের কাছে ব্যর্থ হয়ে স্থানীয় প্রশাসনসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বয়স্ক ভাতার জন্য আবেদন জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/শফিক