বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সভাপতি, প্রখ্যাত শ্রমিকনেতা, পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়াজিউদ্দিন খানের দাফন সম্পন্ন হয়েছে।
আজ শনিবার দুপুরে বর্ষিয়ান এ নেতাকে শেষবারের মত দেখতে জানাযা নামাজে অংশ নিতে পাবনা পুলিশ লাইন মাঠে সর্বস্তরের মানুষের ঢল নামে। এর আগে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সর্বস্তরের জনগণ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। শনিবার বেলা ২ টায় পুলিশ লাইন মাঠে রাষ্ট্রীয় সম্মানের মধ্যদিয়ে দ্বিতীয় জানাজার নামাজ শেষে শহরের আরিফপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাযায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাড.শামসুল হক টুক এমপিু, পাবনা-৩ এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদ পারভেজ, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক এ্যাডঃ শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা প্রমুখ অংশ নেন। এর আগে বেলা ১১ চাটমোহরের ঐতিহাসিক বালুচর মাঠে মরহুমের প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের আটুয়া হাউজপাড়া মহল্লার নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। । তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ