জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার ক্ষেত্রে কোন অনিয়ম করলে ছাড় দেয়া হবে না উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে শিক্ষার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তাই শিক্ষায় ছেলেমেয়েরা ভাল করছে। এ জন্য শিক্ষকদের ভালভাবে শিক্ষা দিতে হবে। শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর। আজ শনিবার হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর আদর্শ মাহবিদ্যালয় ও কেবিএম কলেজ এর গভর্নিং বডির সভার পুর্বে সাংবাদিকদের এ সব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের আমলে শিক্ষাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। করেছিল ব্যবসা ও লুটপাট। শেখ হাসিনা ক্ষমতায় আসার পরপরই স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো উন্নয়ন, পড়ালেখা তথ্য প্রযুক্তি মেধাবী ছাত্র ছাত্রীদের উপবৃত্তি, বিনামুল্যে বইসহ সার্বিক ভাবে শিক্ষাক্ষেত্রে উন্নয়ন করায় শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। শিক্ষার আলো আজ প্রতিটি ঘরে ছায়া ফেলেছে। প্রত্যন্ত গ্রামা লের শিক্ষার্থীরা বিদ্যুতের আলোয় পড়াশোনা করছে। শিক্ষার পরিবেশ ফিরে আসায় দেশে আজ উন্নয়নের মহাসড়কে হাটছে। শিক্ষিত জাতি ছাড়া উন্নয়ন সম্ভব নয়। এই মনোভাবকে বুজতে পেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষিত জাতি গড়ে তোলার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এসময় দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু, দিনাজপুর চেম্বারের সাবেক সভাপতি মোছাদ্দেক হোসেন, আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ানুর রহমান, উপাধ্যক্ষ হাসিনা আকতার শিউলি, কেবিএম কলেজের অধ্যক্ষ মোঃ জিয়াউল হুদা জুয়েল, উপাধ্যক্ষ সরদার খুদরত ই ক্ষুদা প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ