কক্সবাজারের টেকনাফ বাহারছড়া মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে পাঁচ হাজার ইয়াবা ও একটি মোটর সাইকেল জব্দ করেছে পুলিশ। এ সময় এক মাদক কারবারীকে আটক করা হয়।
সূত্র জানায়, গতকাল রাতে টেকনাফ উপকূলীয় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীর নেতৃত্বে শাপলাপুর বাজার সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে তল্লাশি চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবা ও মোটর সাইকেল (কক্সবাজার-ল-১১-৬৮২৫) আটক করে পুলিশ।
এ সময় উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কুতুবদিয়া পাড়ার আব্দুল মান্নানের ছেলে মো. মিছবাহকে (২৭) আটক করা হয়। তাকে থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া ওই অভিযানের সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া মো. আলীকে পলাতক আসামি করে মাদক আইনে মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন