রাজশাহীর বাগমারায় অতিরিক্ত নেশাজাতীয় দ্রব্যপানে শহিদুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার এক সহযোগী বুলেট হোসেন (৩৫) অসুস্থ হয়ে পড়েছেন। তাকে রাজশাহীতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাদের বাড়ি উপজেলার ঝিকরা ইউনিয়নের রনশিবাড়ি গ্রামে।
জানা গেছে, শনিবার দুপুরে শহিদুল ইসলাম ও বুলেট হোসেন অতিরিক্ত নেশাজাতীয় দ্রব্য (দেশীয় মদ) পান করেন। কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় রনশিবাড়ি বাজারে এসে বমি করতে থাকেন ও বুকের যন্ত্রণায় কাতরাতে থাকেন। এক পর্যায়ে তারা চেতনা হারিয়ে ফেলেন। লোকজন টের পেয়ে তাদের রনশিবাড়ি বাজার থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পথে শহিদুল ইসলাম মারা যান। পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এছাড়া চিকিৎসার জন্য বুলেটকে রাজশাহীতে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাসির উদ্দিন জানান, শহিদুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। তিনি বমি ও বুকের ব্যথায় মারা গেছেন বলে তার স্বজনরা জানিয়েছেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, আমি বিষয়টি শুনেছি, তদন্ত করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে তিনি মারা গেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় লোকজন আমাকে জানিয়েছেন, অতিরিক্ত নেশাজাতীয় দ্রব্য পানে তার মৃত্যু হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হামিদ ফৌজদার বলেন, মৃত ও অসুস্থ দুইজনেই নেশাখোর ছিলেন। তারা এসব বিক্রির সঙ্গেও জড়িত। অতিরিক্ত পান করার কারণে একজন মারা গেছে বলে জেনেছি। মৃত শহিদুল ইসলামের লোকজন জানান, তিনি (শহিদুল) নেশাখোর ছিলেন। তাকে ভালো পথে আনার চেষ্টা করেও পারা যায়নি।
বিডি প্রতিদিন/আল আমীন