কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা প্রতিষ্ঠার ১৫ বছরেও ডাক বিভাগের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হয়নি। উপজেলা ডাক বিভাগ কোড চালু না হওয়ায় লাখ লাখ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ উপজেলায় দ্রুত ডাক বিভাগের পূর্ণাঙ্গ সেবা চালুর দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জানা যায়, ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি লাকসামের ১১টি ইউনিয়ন নিয়ে মনোহরগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। এই উপজেলায় ১৬টি পোস্ট অফিস রয়েছে। উপজেলা সদরের ৯টি পোস্ট অফিস এক যুগ ধরে চাঁদপুরের শাহরাস্তির চিতোষী সাবপোস্ট অফিসের অধীনে রয়েছে, যার পোস্ট কোড ৩৬২৩। আর বাকি সাতটি পোস্ট অফিস লাকসাম উপজেলার অধীনে রয়েছে, যার পোস্ট কোড ৩৫৭০।
দীর্ঘ ১৫ বছরেও মনোহরগঞ্জ উপজেলা পোস্ট অফিস অনুমোদন না হওয়ায় একটি শাখা অফিস থেকেই নামমাত্র চলছে ডাক বিভাগের কার্যক্রম। কয়েক বছর আগে উপজেলা সদরে ডাক বিভাগের একটি ভবন নির্মাণ হলেও প্রয়োজনীয় জনবল নিয়োগ না দেওয়ায় একজন পিয়ন দিয়েই চলছে ডাক বিভাগের সেবা। চাকরির ইন্টারভিউ কার্ড, চিঠিপত্র, মানি অর্ডারসহ সব জরুরি ডাক নিয়ে বছরের পর বছর চরম দুর্ভোগ পোহাচ্ছেন এ উপজেলার বাসিন্দারা। এছাড়াও এসএসসি, দাখিল, এইচএসসি, আলিম, ডিগ্রি ও ফাজিল পরীক্ষাসহ সব পাবলিক পরীক্ষার হাজার হাজার উত্তরপত্র জমা দিতে হয় অন্য উপজেলার পোস্ট অফিসে গিয়ে। এতে সংশ্লিষ্টরা চরম বেকায়দায় পড়ছেন।
মনোহরগঞ্জ উপজেলা ডাক বিভাগের (পোস্ট অফিসের) মাস্টার মাজহারুল হক বলেন, নিজস্ব পোস্ট কোড না থাকায় চাঁদপুর জেলার চিতোষী পোস্ট অফিসের মাধ্যমে মনোহরগঞ্জের কার্যক্রম পরিচালিত হয়। কুমিল্লা ডাক বিভাগের মাধ্যমে এ উপজেলায় নিজস্ব কোড চালু হলে ভোগান্তি দূর হবে।
মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা বলেন, মনোহরগঞ্জ পোস্ট অফিসের নিজস্ব কোড ও পূর্ণাঙ্গ কার্যক্রম চালু না হওয়ার সমস্যাটি দীর্ঘদিনের। চলমান সমস্যা সমাধানকল্পে জেলা উন্নয়ন সভায় বিষয়টি তুলে ধরার পাশাপাশি বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/শফিক