১৬ ফেব্রুয়ারি, ২০২০ ২২:২১

প্রধান শিক্ষকের শাসনে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা!

নোয়াখালী প্রতিনিধি:

প্রধান শিক্ষকের শাসনে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা!

নোয়াখালীর সুবর্ণচরের থানার হাট মডেল হাই স্কুলের প্রধান শিক্ষকের শাসনে দশম শ্রেণির এক ছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। ওই ছাত্রী চর ওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী থানার হাট মডেল হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী।

রবিবার দুপুর ২টার দিকে ভুক্তভোগী স্কুল ছাত্রী বিষপান করে নিজ বসত ঘরে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে পরিবারের সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

স্থানীয়রা জানান, রবিবার সকালে ছাত্র-ছাত্রীদের অভিভাবক সমাবেশ ছিল। এই ছাত্রীর অভিভাবক সমাবেশে না আসায় প্রধান শিক্ষক আবদুল মান্নান ঐ ছাত্রীর সাথে খারাপ আচরণ ও অপমান করেন। এ অপমান সইতে না পেরে ঐ ছাত্রী বাড়িতে গিয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ। এরপর গুরুতর অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। স্কুল পরিচালনা কমিটির সদস্য জুয়েল মেম্বার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ ব্যাপারে চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহেদ উদ্দিন বিষয়টি শুনেছেন জানিয়ে বলেন, কেউ এখনও মামলা বা অভিযোগ করেনি, করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে থানার হাট মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর