দিনাজপুরের ফুলবাড়ীতে বাড়িতে একা পেয়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে নিলয় চন্দ্র মহন্ত (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। গতকাল দিবাগত রাতে ধর্ষিতার বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এই ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে ফুলবাড়ী থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।
মামলার সূত্রে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকরুল ইসলাম জানান, ধর্ষিতার মা স্থানীয় একটি ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করেন। কাজ করার সুবাদে তার মা ফ্যাক্টরিতে করতে গেলে, নিলয় ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে নিয়মিত ধর্ষণ করতো। গতকাল দিবাগত রাতে তার মা বাড়ীতে না থাকায় আবারো ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করতে গেলে প্রতিবেশিরা তাকে আটক করে থানায় খবর দেয়।
বিডি প্রতিদিন/আল আমীন