জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন হতে চলেছে। সরকারের একান্ত প্রচেষ্টায় এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা, একাগ্রতা, নিষ্ঠা, কর্তব্যপরায়নতায় দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসা, বিচক্ষণতার কারণেই এটি করা সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় চিরিরবন্দর উপজেলা চত্ত্বরে জেলা পরিষদের বাস্তবায়নে ১ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক ডাকবাংলোর দ্বিতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধন করে চলেছেন। তাঁর নেতৃত্বে দেশ এখন বিশ্বে ব্যাপক পরিচিতি লাভ করেছে।
চিরিরবন্দর ইউএনও মিসেস আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা প্রকৌশলী ফিরোজ আহমেদ, ইছামতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানগুলোতে উপজেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার