২১ ফেব্রুয়ারি, ২০২০ ২২:৩৯

কসবায় দুই দিনব্যাপী বইমেলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

কসবায় দুই দিনব্যাপী বইমেলা

ব্রাক্ষণবাড়িয়ার কসবার খাড়েরা ইউনিয়ন ছাত্র যুব সংগঠন ও প্রতিভা সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনব্যাপী একুশে বই মেলার আয়োজন করা হয়। শুক্রবার সকালে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খাড়েরা মোহাম্মাদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দু’দিন ব্যাপী এই বই মেলা অনুষ্ঠিত হয়। 

বইমেলার সমাপনী দিনে খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সেলিম মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আইনমন্ত্রীর এপিএস এডভোকেট মো. রাশেদুল কাওসার ভূইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ, সাধারন সম্পাদক মো.সফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ যুগ্ম-আহ্বায়ক কাজী মানিক, খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারেক মাহমুদ, খাড়েরা ইউপি আ’লীগ সাধারণ সম্পাদক মীর হেলাল উদ্দিন, খাড়েরা সরকারী প্রাথমিক  বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাসুমা গুলশান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল আবেদিন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক, মুক্তিযোদ্ধাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বইমেলায় গুনীজন সম্মাননা, বিভিন্ন নতুন বইয়ের মোড়ক উম্মোচন, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। বই মেলায় ১০টি ষ্টল বসে। এবারের বই মেলায় বিশ্ব বাঙ্গালী পরিষদের বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি কবি, সাংবাদিক লোকমান হোসেন পলার লেখা ভ্রমণ বিষয়ক বই “পৃথিবীর পথে”র মোড়ক উন্মোচন করা হয়। মেলায় ও বইয়ের ষ্টলগুলোতে ছিলো দর্শনার্থীদের উপচে পড়া ভীড়। এছাড়াও মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শাখা বিজনা ডায়াবেটিক সমিতির উদ্যোগে ২’শত রোগীকে বিনামূল্যে ডায়াবেটিকস পরীক্ষা করা হয়। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর