ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই মদি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দোকানে পলিথিনসহ মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য রাখার দায়ে তাদের এই জরিমানা করা হয়।
সোমবার দুপুরে পৌরশহরের সড়ক বাজার (শহীদ আমীর হোসেন রোড) এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান।
উপজেলা স্যানিটারি ইনস্পেক্টর রফিকুল ইসলাম জানান, দুপুরে সড়ক বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বাজারের মুদি দোকানদার প্রদীপ সাহা ও গৌরাঙ্গ সাহাকে দোকানে পলিথিনসহ মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য রাখার দায়ে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে দোকান থেকে জব্দকৃত পলিথিন ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য পুড়িয়ে দেয়া হয়।
উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান জানান, ভোক্তা অধিকার ও পরিবেশ সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় তাদের জরিমানা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম