ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সোমবার বিকেলে তরুণ ও কিশোরীকে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ।
আদালত ও এলাকাবাসি সূত্রে জানা যায়, রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার সাংজুড়া গ্রামের বিল্লাল মিয়ার ছেলে জসিম মিয়া (১৮) পাশের মধুখালী উপজেলার আশাপুর গ্রামের ১৫ বছর বয়সি এক কিশোরীকে নিয়ে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে দুইদিন আগে এক আত্মীয় বাড়ি উঠে। সোমবার সকালে এলাকাবাসীর নজরে আসলে স্থানীয়রা তাদের আটক করে ইউএনও অফিসে হাজির করে। পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই তরুণকে ২ মাস ও কিশোরীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন