আন্তর্জাতিক নারী দিবসে কুমিল্লার দাউদকান্দি উপজেলার আদমপুরে কালাডুমুর নদের পাড়ে খাল- নদী, জলাশয় রক্ষায় সামাজিক সচেতনতা সৃষ্টিতে নদী অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি ও পরিবেশ আন্দোলন বাকৃপা’র আয়োজনে এতে সভাপতিত্ব করেন কৃষি সংগঠক মতিন সৈকত।
মতিন সৈকত বলেন, আমরা প্রত্যেক বছর নারী দিবস উদযাপন করি। পুরুষের পাশাপাশি নারীরা এখন কর্মক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। সে জন্য নারীদেরকে নিয়ে সামাজিক সচেতনতার মাধ্যমে খাল- নদী জলাশয় সুরক্ষার জন্য নদী অলিম্পিয়াডের আয়োজন করি। ১৯৯০সাল থেকে কালাডুমুর নদী পুনঃখননের দাবিতে ত্রিশ বছর যাবত আন্দোলন করে আসছি। বোরো মৌসুমে কালাডুমুর নদীর পানি শুকিয়ে যাওয়ার ফলে দাউদকান্দি, মুরাদনগর, চান্দিনা ও কচুয়া চারটি উপজেলার আনুমানিক ৫০ হাজার বিঘা জমি চাষে অসুবিধায় পড়ে নদী পাড়ের কৃষকরা। অলিম্পিয়াডে শতাধিক নারীসহ স্থানীয় লোকজন অংশ নেন। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোঃ তৌহিদুল ইসলাম মোল্লা, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রুনা লায়লা, সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জান্নাত, হাফসা মোজাম্মেল, সিসিডিএ সীম প্রকল্পের মোঃ শাহজাহান, সমৃদ্ধির মোঃ হাসান আলী, মোঃ জয়নাল আবেদীন, মোঃ ইয়াসিন ও মোঃ আল-আমীন প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার