নেত্রকোনার কেন্দুয়ায় নবম শ্রেণির এক স্কুলছাত্রী প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার পর স্বেচ্ছায় ধরা দিয়েছে। গত ১ ফেব্রুয়ারি পালিয়ে যাওয়ার পর শুক্রবার কেন্দুয়া থানায় ছেলে-মেয়ে উভয়েই হাজির হন।
জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি তারা পালিয়ে যায়। পরবতর্তীতে মেয়ের নানা থানায় অপহরণের অভিযোগ করলে পুলিশ ছেলের বড় ভাইকে আটক করে। এরপর খবর পেয়ে পালিয়ে যাওয়া ছেলে-মেয়ে স্বেচ্ছায় এসে কেন্দুয়া থানায় হাজির হয়। এসময় স্থানীয় সাংবাদিকদের নিকট মেয়েটি জানায়, তাকে কেউ অপহরণ করেনি। সে ওই ছেলেকে ভালোবাসে তাই পালিয়ে গিয়েছিলো।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি মো. রাশেদুজ্জামান জানান, মেয়ের নানা গতকাল অভিযোগ করেছিল। মামলা হয়নি তবে হবে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ