মুজিববর্ষ উপলক্ষে রেডক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী জেলা ইউনিটের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১টায় রেডক্রিসেন্ট ভবনে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্থায় জাতীয় নির্বাহী বোর্ড সদস্য ও জেলা ইউনিট সেক্রেটারি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন।
এসময় জেলা ইউনিট কর্মকর্তা এম এ করিম সহ যুব রেডক্রিসেন্ট সদস্যরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে জেলা পুলিশ লাইন্সে সদ্য যোগদানকৃত পুলিশ কনস্টেবলদের অভিষেক ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো: আলমগীর হোসেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ