সাংবাদিক আরিফুল ইসলামকে মধ্যরাতে মোবাইল কোর্ট পরিচালনার নামে অমানবিক নির্যাতন ও সাজা দেয়ার ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।
বৃহস্পতিবার আরিফুল ইসলামের পক্ষে এজাহারের কপি থানায় পৌঁছে দেন সাংবাদিকরা।
এতে অভিযুক্ত করা হয়েছে– কুড়িগ্রামের তৎকালীন জেলা প্রশাসক (সুলতানা পারভীন), সিনিয়র সহকারী কমিশনার- রাজস্ব (আরডিসি) নাজিম উদ্দিন, সহকারী কমিশনার (এসি) রিন্টু বিকাশ চাকমা, সহকারী কমিশনার (এসি) এসএম রাহাতুল ইসলাম এবং অজ্ঞাত আরও ৩৫-৪০ জনকে।
এজাহার সূত্রে জানা গেছে, গত ১৪ মার্চ রাত সোয়া ১২টায় অভিযুক্ত ব্যক্তিরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাংবাদিক আরিফুলের বাড়িতে ভাঙচুর চালিয়ে মারপিট করে তাকে তুলে নিয়ে আসে। পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে এনকাউন্টারের চেষ্টা চালায়। পরবর্তীতে জেলা প্রশাসন কার্যালয়ে নিয়ে আবারও নির্যাতন করে মাদকের মামলা দিয়ে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে জেলে পাঠায়। নির্যাতনের ঘটনায় ন্যায় বিচার চেয়ে বৃহস্পতিবার বিকালে এ এজাহার দাখিল করেন।
এ ব্যাপারে সাংবাদিক আরিফুল ইসলাম জানান, আমি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকায় আমার প্রতিনিধির মাধ্যমে কুড়িগ্রাম সদর থানায় এজাহার জমা দিয়েছি। সঠিক তদন্ত সাপেক্ষে আমাকে নির্যাতনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার দাবি করছি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান মামলার এজাহারের কপি গ্রহণ করার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আরাফাত