ময়মনসিংহের ভালুকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৮ম শ্রেণির স্কুলছাত্র শাহিন মিয়া (১৪) নিহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার উথুরা ইউনিয়নের কৈয়াদী কেজি স্কুল মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ‘সকালে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় কৌয়াদী কেজি স্কুল মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে শাহীন মিয়া (১৪) ঘটনাস্থলেই মারা যায়। নিহত শাহিন কৌয়াদী গিলারবাগ এলাকার রুস্তম আলীর ছেলে। তিনি স্থানীয় রফিক-রাজু একাডেমির ৮ম শ্রেণির ছাত্র।
বিডি প্রতিদিন/হিমেল