করোনা সংক্রামণ প্রতিরোধে জেলা দুর্যোগ ব্যবস্থা কমিটি ও জেলা দুর্যোগ সাড়াদান সমন্বয় গ্রুপের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে বরিশাল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে সভায় জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক সিকদার, জেলা তথ্য অফিসার আমীরুল আযম, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ সহ বিভিন্ন কর্মকর্তা ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চিকিৎসকের অবহেলায় রোগীদের চিকিৎসা না হওয়ার সমালোচনা করে জেলা প্রশাসক রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে সিভিল সার্জনকে কটোর নির্দেশনা দেন।
বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন