নওগাঁর পোরশায় ভটভটি ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দু'জন নিহত হয়েছেন। সোমবার বিকালে উপজেলার ছাওড় ইউনিয়নের বেজোড়া মোড়ে ইটভাটা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, বিকালে উপজেলার ছাওড় ইউনিয়নের বেজোড়া মোড়ে বিপরিত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি ও যাত্রীবাহী অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পোরশা উপজেলার দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে সাদেকুল ইসলাম (৩৫) ও একই গ্রামের মৃত তান মুন্সীর ছেলে আব্দুল হাকিম (৪৫) নিহত হয়।
নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ভটভটিটি আটক করা হয়েছে। এ ব্যাপারে পোরশা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/আরাফাত