করোনাভাইরাস মোকাবিলায় কিশোরগঞ্জের অষ্টগ্রামে শ্রমজীবী শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে পূর্ব অষ্টগ্রাম যুবরাজ সংঘ। সোমবার সংঘের উদ্যোগে এসব সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হয়।
এর মধ্যে রয়েছে চাল, আলু, ডাল ও মুড়ি। এছাড়া পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাছেদ মিয়া তার নিজস্ব তহবিল থেকে শতাধিক পরিবারকে একশত করে নগদ টাকা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান কাছেদ মিয়া, ইউপি সদস্য দিবেন্দু চক্রবর্তী দোলন, শিবু রায়, প্রবাস কুমার দেব, ধ্রুব চক্রবর্তী, জুয়ের রায়, মন্তোষ চক্রবর্তী, সুপ্রিয় রায় নয়ন প্রমুখ। করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে সকলকে ঘরে থাকারও আহবান জানান তারা।
বিডি প্রতিদিন/আল আমীন