নেত্রকোনার কেন্দুয়ায় বাল্য বিয়ে ঠেকাতে লুকিয়ে বিয়ে করতে আসা বরকে ১৪ দিনের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজা প্রাপ্ত বর কেন্দুয়া উপজেলার রামপুর ভুগিয়া গ্রামের আজিজুল মিয়ার ছেলে নাইম মিয়া (১৯)।
সোমবার সকালে একই উপজেলার রোয়াইল বাড়ি গ্রামে ১৪ বছরের এক শিশুর বিয়ের আয়োজন করলে প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই সাজা দেন। কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল আমিন এই আদালত পরিচালনা করেন।
তিনি জানান, সোমবার ভোরের দিকে রোয়াইল বাড়ি গ্রামে অনেক মানুষের খাওয়া দাওয়া দেখে গ্রামের মানুষ খবর দেয়। পরে সেখানে গিয়ে বিয়ে বাড়িস্থলে বরকে পাওয়া যায়। কনের বাড়ির লোকজন পালিয়ে যায়। এসময় বরকে ১৪ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
বিডি প্রতিদিন/হিমেল