১ এপ্রিল, ২০২০ ১৯:৪৭

পঞ্চগড়ে পত্রিকার হকারদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিলেন ডিসি

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে পত্রিকার হকারদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিলেন ডিসি

পঞ্চগড়ে পত্রিকা হকারদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। বুধবার সকালে সদর উপজেলার বিভিন্ন এলাকায় চাল ডাল, তেল, আলু, লবণ, সাবান ও মাস্ক বিতরণ করেন তিনি। এ সময় পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম উপস্থিত ছিলেন। 

পরে তিনি সদর উপজেলা গরিনাবাড়ি, ধাক্কামারা, মাগুড়া ও ময়দানদীঘি ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বিচ্ছিন্নভাবে কর্মহীন গরীব দুখী মানুষের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেট বিলি করেন। জেলা প্রশাসকের কাছ থেকে খাদ্য সামগ্রীর প্যাকেট পেয়ে হকার ও কর্মহীন মানুষরা ডিসির প্রশংসা করেন।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জানান, সরকারিভাবে ২০০ মেট্রিকটন জিআর চাল এবং ৯ লাখ টাকা জিআর ক্যাশ বরাদ্দ পাওয়া গেছে। এ পর্যন্ত জেলার পাঁচ উপজেলার মোট ৪ হাজার ৭০৯টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয় ৪৭.৯২০ মেট্রিকটন এবং ৪ হাজার ৬৯২টি পরিবারের মধ্যে নগদ অর্থ ৫ লাখ ৫৫ হাজার ৯০০ টাকা বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রী ও নগদ টাকা সহায়তা অব্যাহত রয়েছে। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর