৩ এপ্রিল, ২০২০ ০৯:০৬

জ্বর শ্বাসকষ্ট থাকায় সাভার ছাড়তে হল এক নারীকে

নাজমুল হুদা, সাভার :

জ্বর শ্বাসকষ্ট থাকায় সাভার ছাড়তে হল এক নারীকে

প্রতীকী ছবি

জ্বর শ্বাসকষ্টের কারণে চিকিৎসার জন্য বাবার বাড়িতে এসে কতিপয় তরুণের তোপের মুখে এলাকা ছাড়তে হল এক নারীকে। চিকিৎসার জন্য স্বামীকে নিয়ে গাজীপুর থেকে সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় এসে এমন হয়রানির শিকার হন তিনি। 

করোনা ভাইরাসের উপসর্গের কথা জেনে তৎক্ষণাৎ এলাকার কয়েকজন তরুণ স্বামীসহ ওই নারীকে বাবার বাড়ি ছাড়তে বাধ্য করে।

অসুস্থ ওই নারীর বাবা জানান, স্বামীকে নিয়ে তার মেয়ে গাজীপুরের কালিয়াকৈরে থাকেন। মাসখানেক ধরে তার মেয়ে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এমনাবস্থায় ডাক্তার দেখানোর উদ্দেশ্যে শুক্রবার সকালে স্বামীসহ তার মেয়ে সাভারে তার কাছে আসেন। কিন্তু তার মেয়ের জ্বর শ্বাসকষ্ট থাকায় বাড়িতে আসার পরপরই খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে। এরপরই কয়েকজন তরুণ এসে তার মেয়ে ও জামাতাকে এলাকা থেকে চলে যেতে বাধ্য করে। তবে ওই তরুণরা কারা, এ বিষয়ে তিনি কিছুই বলতে পারেননি।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা সাংবাদিকদের বলেন, জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে মেয়েটির বাবার বাড়িতে আসা উচিত হয়নি। আর এসেই যখন পড়েছিলেন, তখন জামাতাসহ তাকে হোম কোয়ারেন্টাইনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করা উচিত ছিল। তাকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়াও ঠিক হয়নি।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর