বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের শিয়ালঘুনি গ্রামে এক যুবককে রাস্তা থেকে ধরে নিয়ে ঘরে আটকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎ মামাদের বিরুদ্ধে। রবিবার সকাল ৮টার দিকে হামলায় আহত যুবক আপাং তালুকদারকে (৪০) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে মেহেন্দিগঞ্জের কাজীরহাট থানার রতনপুর গ্রামে ২ দিন আগে ক্ষেতের পাট গরুতে খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত কিশোর সৌরভ খাঁ (১৫) মারা গেছে। সংলগ্ন মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য ২ জনের লাশ মর্গে প্রেরণ করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরসহ অভিযুক্ত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।
বিডি প্রতিদিন/হিমেল