৭ মে, ২০২০ ১৩:৩৫

দিনাজপুরে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

দিনাজপুরে ফেন্সিডিলসহ তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গত বুধবার দিবাগত রাতে র‌্যাব-১৩ দিনাজপুর ইউনিটের একটি দল অভিযান চালিয়ে ১৯৩ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেলসহ ওই তিনজনকে গ্রেফতার করে। 

র‌্যাব-১৩, দিনাজপুর জানায়, র‌্যাব-১৩ দিনাজপুরের একটি দল লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মামুন এবং এএসপি আ.ন.ম ইমরান খানদ্বয়ের নেতৃত্বে বুধবার দিবাগত রাতে জেলার নবাবগঞ্জ উপজেলার ভাগলপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। এসময় ১৯৩ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে র‌্যাব বাদী হয়ে ধৃত আসামিদের বিরুদ্ধে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, দিনাজপুর পৃথক অভিযানে গত বুধবার দিবাগত রাতে সদরের দক্ষিণ কোতয়ালীর বনতারা এলাকা থেকে ৪৪৮ বোতল ফেন্সিডিলসহ শহিদুল ইসলামকে আটক করেছে। উক্ত অভিযানে নেতৃত্ব দেন দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. রাজিউর রহমান।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর