নেত্রকোনা জেলার খালিয়াজুরীতে সরাসরি কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান সংগ্রহ করার লক্ষ্যে কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) উন্মুক্ত লটারির মাধ্যমে উপজেলার ১ হাজার ৭ শত ৩৯ জন কৃষককে নির্বাচন করা হয়েছে।
এসময় বোরোধান সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এএইচএম আরিফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে উন্মুক্ত লটারির মাধ্যমে এ সকল ভাগ্যবান কৃষকদের নির্বাচন করা হয়।
লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া জব্বার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুমন চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান হেপী রায়, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাবিবুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রুবাই দুর রানা, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপায়ন দত্ত মজুমদার ও উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ। এছাড়াও এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কৃষক কুলের কথা চিন্তা করেই সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারি মূল্যে ধান ক্রয় করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশক্রমে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে কৃষকদের।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাবিবুর রহমান জানান, বোরো মৌসুমে উপজেলায় ধান সংগ্রহ অভিযানে ২৬ টাকা কেজি দরে বোরোধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১ হাজার ৭ শত ৩৯ মেঃটন।
লক্ষ্যমাত্রার সবটুকু ধান লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে।
৬টি ইউনিয়নের বাছাইকৃত ১১ হাজার কৃষকের মধ্যে ১ হাজার ৭ শত ৩৯ জন কৃষককে নির্বাচন করা হয়।
নির্বাচিত প্রতিজন কৃষকের কাছ থেকে ১ মেট্রিক টন করে ধান ক্রয় করা হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম