পঞ্চগড়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকালে পঞ্চগড় জেলা আনসার ভিডিপি কার্যালয় মাঠে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর স্বেচ্ছাসেবী দুস্থ ভিডিপির ১ হাজার ৫শ সদস্যের মাঝে উপহার হিসেবে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী তুলে দেন পঞ্চগড় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কামান্ড্যান্ট মো. আশরাফুল ইসলাম। এ সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলার কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন। প্রত্যেক সদস্যর হাতে চাল, ডাল, আলু, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেয়া হয়।
বিডি প্রতিদিন/আল আমীন