মোটরসাইকেল থামিয়ে চেক করাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ার চরসনমানিয়া কদমতলী বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩ পুলিশসহ অন্তত ৭ জন আহত হয়েছে।
পরবর্তীতে পুলিশ ও স্থানীয় জনতা মিলে মাদক ব্যবসায়ীদের প্রতিহত করে এবং ঘটনাস্থল থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। পরে রাতে আরেকজনকে গ্রেফতার করা হয়। তবে ঘটনার মূল হোতা মঈনুলকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা