নেত্রকোনা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের ঢুলিগাতি গ্রামে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল এক ব্যক্তির। বাঁশ ও লাঠিসোটা দিয়ে মারামারির ঘটনা ঘটে সাইফুল ইসলাম ও ভাতিজা মাসুম (৩২) এর মধ্যে। এ সময় চাচা সাইফুল ইসলাম (৪২) গুরুতর আহত হলে ময়মনসিংহ মেডিকেলে নিলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৬ মে) রাতে মারা যান। এ ঘটনায় মারামারিতে অংশ নেয়া মাসুমের বোনকে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে সদর মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, ময়মনসিংহে লাশ ময়নাতদন্তের পর নেত্রকোনায় আনা হবে। এটি পারিবারিক বিরোধে ঘটেছে। ভাতিজা পলাতক রয়েছে। যেহেতু বোন ছিল মারামারির সময় তাকে আটক করেছি। এখনো মামলা দেয়নি। এর আগেও মারামারির ঘটনায়ও মামলা করেনি কেউ।
বিডি প্রতিদিন/এ মজুমদার