প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানিকগঞ্জে কর্মহীন অসহায় মানুষের মাধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রবিবার দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গনে ৩ হাজার ৪শ ৬৫ জনের মাঝে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব করিব বিন আনোয়ার এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এ্যাড. গোলাম মহীউদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দুর-রে শাহওয়াজ উপস্থিত ছিলেন। জেলা পরিষদের আয়োজনে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন