পঞ্চগড়ে ইজিবাইকের ধাক্কায় মাহিন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে সদর উপজেলার পঞ্চগড়-হাড়িভাসা সড়কের তালমা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মাইনুল ইসলাম ওই এলাকার ফজলুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মাহিন বাড়ির পাশেই খেলা করছিল। কিন্ত সবার অজান্তে হঠাৎ রাস্তা পার হতে গিয়ে হাড়িভাসা হতে পঞ্চগড়গামী একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। ফলে শিশুটি মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত জাহান লোপা নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির মাথায় গুরুতর ভাবে আঘাত লেগেছে। হাসপাতালে নিয়ে আসার পর প্রাথমিক চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার