সাতদফা দাবিতে মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়নের নেত্রকোনা জেলা সংসদ। রবিবার বেলা ১১টায় নিরাপদ দূরত্ব বজায় রেখে মোক্তারপাড়া পৌরসভার মোড়ে এই মানববন্ধন করে।
মানববন্ধনে বারহাট্টায় চেয়ারম্যানের বাসায় গৃহকর্মীকে ধর্ষণের পর হত্যা ও ছাত্র তৌহিদ হত্যাসহ সকল খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ দফা দাবি উত্থাপন করা হয়।
জেলা শাখার সম্পাদক প্বার্থ প্রতিম সরকারের পরিচালনায় সীমিতভাবে ছাত্র নেতারা ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন।
সাতদফায় জাতীয় বাজেটের ১৮% স্বতন্ত্রভাবে শিক্ষা খাতে বরাদ্দ, স্বাস্থ্যখাতে বরাদ্দ, শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় ও মেস ভাড়া মওকুফ, প্রয়োজনে সরকারি বরাদ্দ প্রদান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এক সেমিস্টার ফি মওকুফসহ ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করে খোদ কৃষকের কাছ থেকে ধান ক্রয় করতে হবে বলেও বক্তারা জানান।
এদিকে, মোহনগঞ্জ উপজেলায় গৃহকর্মী কিশোরী মারুফার খুনি ইউপি চেয়ারম্যান কাঞ্চনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি।
কমিটির সভাপতি সম্পাদক প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপিও প্রদান করেন। অন্যদিকে বারহাট্টা নারী প্রগতি সংঘ ও মোহনগঞ্জ শাখার উদ্যোগেও পৃথক পৃথক কর্মসূচি পালন করে সঠিক তদন্ত দাবি করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম