ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সুজন মিয়া নামের এক ব্যক্তি তার আপন মামাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত বাবু মিয়া (২৫) পৌরসভার জগন্নাথপুর গ্রামের হোসেন মিয়ার ছেলে।
রবিবার সকালে পৌরসভার জগন্নাথপুর গ্রামের মুন্সি মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে বাবুকে এলাকাবাসী বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবু মিয়া পৌরসভার মাতু মিয়ার মোড়ে মোটরসাইকেল ম্যাকানিকের দোকান ছিল। কিন্তু প্রকৃত পক্ষে বাবু মিয়া চোরাই মোটরসাইকেলের ব্যবসা করত। এলাকাবাসী আরো বলেন, সুজন মিয়া কয়েকটা মাডার মামলার আসামি। বাবু এবং সুজনের মধ্যে দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেলের টাকা নিয়ে ঝামেলা চলে আসছে। এ নিয়ে কয়েকবার সামাজিকভাবে বিচারও বসেছে, কিন্তু সমস্যার সমাধান হয়নি। সেই থেকেই ঘটনার সূত্রপাত বলে মনে করেন এলাকাবাসী।
এ ব্যাপারে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ্ উদ্দিন চৌধুরী বলেন, বাবু মিয়া খুন হয়েছে ঘটনা সত্য। আমরা আসামিকে গ্রেফতার করার জন্য চেষ্টা চালাচ্ছি।
বিডি প্রতিদিন/হিমেল