নাটোরে বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষে বাগাতিপাডায় উপজেলা বিএনপির উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। আজ রবিবার বেলা ১১টার দিকে উপজেলার ফাগুয়ার দিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোশারফ হোসেনের সভাপতিত্বে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহিন, উপজেলা বিএনপির সদস্য শরিফুল ইসলাম ভিপি লেনিন, আনছার আলী। অনুষ্ঠান শেষে ৩৫০ জন কর্মহীন মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয় ।
বিডি প্রতিদিন/আল আমীন