পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দুস্থ দরিদ্র আওয়ামী লীগ সদস্য এবং অসহায় অসচ্ছল মানুষের মাঝে উপহার হিসেবে ঈদ সামগ্রী বিতরণ শুরু হয়েছে। তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাব্লু ব্যক্তিগত উদ্যোগে এই উপহার সামগ্রী প্রদান করছেন। ঈদের জন্য প্রত্যেক ইউনিয়নে ১শ মানুষকে ঈদের উপহার হিসেবে আতপ চাল, ডাল, চিনি, সেমাই, সাবান, তেল দুধ প্রদান করা হয়।
রবিবার দুপুরে উপজেলার ১ নং ইউনিয়ন বাংলাবান্ধায় এই কার্যক্রম শুরু করেন তিনি। ঈদের আগে ক্রমান্বয়ে তিনি উপজেলার ৭টি ইউনিয়নের আওয়ামী লীগ সদস্য এবং অসহায় অসচ্ছল মানুষদের ঈদ উপহার দেবেন। বাংলাবান্ধা ইউনিয়ন কার্যালয়ে এই কার্যক্রম শুরু হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র, তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইনুল হক, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন