নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে রবিবার দুপুরে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে আজিজুল হক (৬৫) নামে একজনের মৃৃত্যু হয়েছে। তিনি নোয়াখালী পৌর শহরের ৭ নং ওয়ার্ডের তাজ মাহতাবপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন মাছ ব্যবসায়ী।
হাসপাতালের আর এম ও সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম জানান, ওই ব্যক্তি গত কয়েক দিন যাবৎ জ্বরে ভুগছিলেন।সকাল ৮ টায় তার শ্বাস কষ্ট দেখা দিলে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসেন। পরে জরুরি বিভাগ থেকে আইসোলেশন সেন্টারে নিয়ে যাওয়ার পর দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। করোনা উপসর্গ থাকায় মৃতের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার