মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে কৃষককে হত্যার মূল আসামি লাক্কু ঘরামীকে গ্রেফতার করেছে র্যাব-৮। রবিবার বিকেলে গোপালগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৮ মাদারীপুর কোম্পানি কমান্ডার তাজুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, গত বুধবার রাত সাড়ে ১১টার সময় কালাম ঘরামীকে তারই চাচাতো ভাই হারুন ঘরামী কথা আছে বলে ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরে বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশের বাগানে কালাম ঘরামীর মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরিবারের লোকজন এসে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
নিহত কালাম ঘরামীর সাথে তার চাচাতো ভাই লাক্কু ঘরামীর জমাজমি নিয়ে অনেক দিন যাবৎ বিরোধ চলে আসছিল। তার ভাতিজা হারুন ঘরামীর সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল।
র্যাব ৮ এর মাদারীপুর কোম্পানি কমান্ডার তাজুল ইসলাম জানান, কালাম ঘরামীর হত্যায় মূল আসামি তার চাচাতো ভাই লাক্কু ঘরামীকে গোপালগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মামলার ৮ নম্বর আসামিকেও গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম