ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত হয়েছে। রবিবার বিকেলে শৈলকুপা উপজেলার হড়রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নজির জোয়ার্দ্দার ওই গ্রামের মৃত তছির জোয়ার্দ্দারের ছেলে।
শৈলকুপা থানার ওসি বজলুর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুরে লিচু পাড়াকে কেন্দ্র করে ভাতিজা রাজন জোয়ার্দ্দারের সাথে চাচা নজির জোয়ার্দ্দারের তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে রাজন চাচা নজির জোয়ার্দ্দারকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও ওসি জানান।
বিডি-প্রতিদিন/শফিক