নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া সামাজিক সংগঠন সেবা সংঘের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাসিক ২নং ওয়ার্ডে অসহায়দের বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হচ্ছে ঈদ উপহার।
বৃহস্পতিবার রাতের আধারে প্রায় ১০০০ মানুষের ঘরে-ঘরে গিয়ে এ ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন সেবা সংঘের সদস্যরা।
সামাজিক সংগঠন সেবা সংঘের সভাপতি ও ডিকে গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইমাম কাজীর সার্বিক তত্ত্বাবধায়নে সিদ্ধিরগঞ্জের মিজমিজি
সাহেবপাড়া, রহিম মার্কেট, বটতলা ও কান্দাপাড়া এলাকার সহস্রাধিক অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ ঈদ উপহার পৌঁছে দেয়া হয়।
এসময় আরও মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হামিদ পলাশ, মো. সরল, মো. শফিকুল ইসলাম, ফিরোজ কিবরিয়া সবুজ, মাহবুবুল, হাসান শাওন, মো. আল-আমিন, ইঞ্জিনিয়ার বিল্লাল হোসেন, সৈয়দ সাজ্জাদ হোসেন পলাশ, মো. অপু, সকাল মাহমুদ সবুজ, গাজী বাপ্পি, মো. আবুল কাশেম, আমান কাজী, জাহিদ হাসান সুজন, পাপ্পু মাহমুদ, দুলাল হোসেন, সাইফুল ইসলাম, মো. রুদ্র, মো. পাবেল ও আলী রাদুল প্রমুখ।
সেবা সংঘের সভাপতি ও ডিকে গ্রুপ অব কোম্পানির ব্যাবস্থাপনা পরিচালক ইমাম কাজী বলেন, করোনাভাইরাসের প্রকোপে দরিদ্ররা-অসহায় হয়ে পড়েছে। আমাদের সামাজিক সংগঠন সেবা সংঘের উদ্যোগে অসহায়দের বাসায় বাসায় গিয়ে এ ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/আরাফাত