৫ জুন, ২০২০ ১৯:৫০

সুস্থ হওয়ার ৩৬ দিন পর ফের চিকিৎসকের করোনা সনাক্ত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সুস্থ হওয়ার ৩৬ দিন পর ফের চিকিৎসকের করোনা সনাক্ত

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে করোনামুক্ত এক নারী চিকিৎসক ৩৬ দিন পর ফের সংক্রমিত হয়েছেন। এছাড়া আরও একজন চিকিৎসক ও তার ভাইয়ের করোনা সনাক্ত হয়েছে। আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক টিটু চন্দ্র শীল।

পুনরায় সংক্রমিত হওয়া ওই চিকিৎসক বলেন, গত ২৭ এপ্রিল তার নমুনা কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। ৩০ এপ্রিল করোনা পজিটিভ আসে। এরপর তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন নেওয়া হয়। ১১ দিন চিকিৎসা শেষে ১৪ দিনের হোম কোয়ারান্টিনে পাঠানো হয়। এরপর গত ২৪ মে তিনি কর্মস্থলে যোগদান করে রোগীদের সেবা দিয়ে আসছিলেন। এর মধ্যে আবার তিনি সংক্রমিত হলেন। তার ১৪ মাস বয়সী এক শিশু কন্যা রয়েছে।

টিটু চন্দ্র শীল বলেন, এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চারজন চিকিৎসক করোনায় সংক্রমিত হয়েছেন। এ পর্যন্ত ৯৫০ জনের নমুনা পরীক্ষা করে ৪৫ জন করোনায়া সংক্রমিত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন একজন। দুই চিকিৎসকসহ ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন।


বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর