ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা থেকে একটি বিদেশি রিভলবারসহ মো. আমিন মিয়া (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার ভোররাতে উপজেলার আলমনগর এলাকা থেকে র্যাব-১৪ এর কিশোরগঞ্জের ভৈরব ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন।
আমিন মিয়া ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের শিমরাইলকান্দি এলাকার মো. জুরু মিয়ার ছেলে। র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে একটি আভিযানিক দল শুক্রবার ভোররাতে মধ্যরাতে আলমনগর এলাকার একটি মসজিদের সামনে থেকে আমিন মিয়াকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারি পরিচালক চন্দন দেবনাথ জানান, আটক আমিন মিয়ার বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ