চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৫২০ বোতল ফেনসিডিলসহ মো. সাদ্দাম হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে। আটককৃত মো. সাদ্দাম হোসেন জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নয়ালাভাঙ্গা গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।
আজ শুক্রবার ভোররাতে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি মো. আজমল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সাদ্দাম হোসেনের বাড়ির শৌচাগারে ৩টি বস্তায় ফেনসিডিল লুকিয়ে রাখা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে সাদ্দামকে আটক করে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী শৌচাগার থেকে ৫২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা