সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চলনবিলাঞ্চল লাহিড়ী মোহনপুরে নৌকা ডুবিতে দুই বোনের হয়েছে। বুধবার বিকেলে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
নিহত দুই শিশু শাহজাদপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের বেলাল হোসেনের মেয়ে জয়নব খাতুন শিখা (৫) ও বিথি আক্তার বাসনা (৩)। এ ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে।
উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, যাত্রীবাহী নৌকাটি মোহনপুর ঘাট থেকে ১০/১৫জন যাত্রী নিয়ে সুজাগ্রামের দিকে যাচ্ছিল। চলনবিলের মাঝখানে যাওযার পর ঝড়ো বাতাসের পাশাপাশি স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়। এতে দুই শিশু নৌকা ডুবির পরই মারা যায়। কয়েকজন সাতরিয়ে উঠতে পারলেও ১০ জন স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ থাকেন। পরে স্থানীয় বাসিন্দারা অন্যান্য নৌকা নিয়ে ঘটনাস্থলের আশপাশে খোঁজাখুঁজি করে বাকীদের জীবিত উদ্ধার করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন