পিরোজপুরের কাউখালীর রকেট ঘাট এলাকা থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ মো. রফিকুল ইসলাম নয়ন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। শুক্রবার সকাল পৌঁনে ১০টার দিকে আটক রফিকুল ঝালকাঠীর রাজাপুর উপজেলার উত্তর তারাবুনিয়া এলাকার খান মোতাহার হোসেনের ছেলে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৮ জাানয়, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী রকেট ঘাটের শাহীন হোটেলের সামনে অভিযান চালায় র্যাবের বিশেষ দল। এ সময় সেখান থেকে ৫০ বোতল ফেন্সিডিল সহ মো. রফিকুল ইসলাম নয়নকে আটক করে তারা।
জিজ্ঞাসাবাদ শেষে রফিকুলকে কাউখালী থানায় সোপর্দ করে র্যাব-৮ ডিএডি মো. আব্বাস আলী বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডি প্রতিদিন/হিমেল