১২ আগস্ট, ২০২০ ১৫:৩০

করোনা চিকিৎসায় অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করলেন সাংসদ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

করোনা চিকিৎসায় অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করলেন সাংসদ

খুলনায় লিকুইড অক্সিজেন প্লান্ট না থাকায় করোনা চিকিৎসায় ভোগান্তি বাড়ছে। অক্সিজেন সংকটে মুমূর্ষু রোগীদের নিয়ে বিপাকে পড়তে হচ্ছে চিকিৎসকদের। 

তবে এ পরিস্থিতি সামাল দিতে খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বুধবার খুলনার তিনটি সরকারি হাসপাতালে হাই ফ্লো হিউমিডিফায়ার ও অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করেন। এর মাধ্যমে জরুরি অবস্থায় রোগীদের অক্সিজেন সরবরাহ সম্ভব হবে।

খুলনা প্রেস ক্লাবে মহানগর আওয়ামী লীগ আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট এ চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। 
এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।  

বিডি প্রতিদিন/এজে

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর