১২ আগস্ট, ২০২০ ১৬:৫৮

সুন্দরবনে বিষ দিয়ে আহরিত ১৫ মণ শুঁটকি চিংড়ি উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি :

সুন্দরবনে বিষ দিয়ে আহরিত ১৫ মণ শুঁটকি চিংড়ি উদ্ধার

 

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জে পশুর নদীর পূর্ব পাড়ে একটি ফিশিং ট্রলার থেকে বিষ দিয়ে আহরিত ১৫ মণের অধিক চিংড়ির শুঁটকি উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার রাতে এসব শুঁটকি চিংড়ি পাচারের সময় বনরক্ষীরা ফিশিং ট্রলারটিকে থামাতে সংকেত দেয়। এসময়ে ট্রলারটিকে মোংলা উপজেলার চিলা এলাকায় পশুর নদীর পূর্ব পাড়ে রেখে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ট্রলারটি থেকে সুন্দরবনে বিষ দিয়ে আহরিত চিংড়ির শুঁটকি উদ্ধার করে।   

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন এতথ্য নিশ্চিত করে জানান, সুন্দরবনে একটি ফিশিং ট্রলার থেকে বিষ দিয়ে আহরিত চিংড়ির ১৫ মণের অধিক শুঁটকি উদ্ধার করা হয়েছে। এসব শুটঁকি চিংড়ি ৩৪টি বস্তায় ভরে সুন্দরবন থেকে লোকালয়ে নিয়ে আসছিলো পাচারকারীরা। প্রতিটি বস্তায় ১৮ কেজি করে শুঁটকি রয়েছে। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর