বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে সংসদ সদস্য পদে সদ্য অনুষ্ঠিত উপ-নির্বাচনের বিভিন্ন তথ্য চেয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেছে সুজন (সুশাসনের জন্য নাগরিক) জেলা কমিটির নেতৃবৃন্দ।
তথ্য অধিকার আইন ২০০৯ এর ৮ (১) ধারা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবার এক মাস পর গত রবিবার সুজনের ১২জন সদস্য পৃথকভাবে এ আবেদন করেন। আবেদনগুলো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ।
মঙ্গলবার বিকেলে সুজন বগুড়া জেলা শাখার সহ-সভাপতি হাফিজার রহমান মন্টু, সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদন পত্রের মাধ্যমে সুজন নেতৃবৃন্দ উপ-নির্বাচন সংক্রান্ত ৮টি তথ্য চেয়েছেন। সেগুলো হলো বগুড়া-১ আসনের উপ-নির্বাচনে মোট কতজন মনোনয়নপত্র দাখিল করে ছিলেন। তার মধ্যে কতগুলো মনোনয়নপত্র বাতিল হয়েছিল। কেন্দ্র ভিত্তিক ভোটার সংখ্যা এবং প্রত্যেক ভোটারের ভোট কেন্দ্রে উপস্থিতির স্বাক্ষর পত্রের কপি। কেন্দ্রভিত্তিক মোট ভোট প্রদানকারী নারী ও পুরুষ ভোটার সংখ্যা। কেন্দ্র ভিত্তিক কোন প্রার্থীর প্রাপ্ত ভোটের তালিকা। কোন কেন্দ্রে ভোট সংক্রান্ত অনিয়মের অভিযোগে কোন আবেদন দাখিল হয়েছে কি না, যদি হয়ে থাকে তাহলে অভিযোগ কি এবং এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়েছে কি না বা কি ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। বিভিন্ন কেন্দ্রে নির্বাচনকালীন অথবা নির্বাচন পরবর্তী সময়ে কি ধরনের অভিযোগ করা হয়েছিল। কোন কেন্দ্রে যদি ইভিএম পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে সেগুলোর উপর প্রতিবেদন কপি। এই প্রতিবেদনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের নিজস্ব কোন মূল্যায়ন/নিরীক্ষা করা হয়েছে কি না, মূল্যায়ন/নিরীক্ষা করা হয়ে থাকলে তার কপি।
তথ্য চেয়ে আবেদনকারীগণ হলেন, সুজন বগুড়া জেলা শাখার সহ-সভাপতি হাফিজার রহমান মন্টু, সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন, সদস্য আব্দুল্লাহ আল মামুন, কানিজ রেজা, মনোয়ারা বেগম শিল্পী, রুমানা বেগম, আলমাস আলী খান, আব্দুস সাত্তার, আবু মুসা, হাফিজার রহমান, রেজাউল বারী দীপন ও মতিউর রহমান।
উল্লেখ গত ১৪ জুলাই এ আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। তাতে বিপুল ভোটে আওয়ামী লীগ দলীয় প্রার্থী সাহাদারা মান্নান বিজয়ী হন।
বিডি প্রতিদিন/হিমেল